রাজধানীতে মওসুমের প্রথম ঝড়-বৃষ্টি

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি


মওসুমের প্রথম ঝড়-বৃষ্টি দেখলো রাজধানীবাসী। আজ শনিবার বিকাল সাড়ে চারটার দিকে প্রথমে ধুলার ঝড় শুরু হয়। এরপরে হয় বৃষ্টি। এদিন রাজধানী ঢাকা ছাড়াও কালবৈশাখী ঝড় হয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালে। সেই সঙ্গে বৃষ্টিও হয়েছে। ঢাকায় ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যায়।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, বছরের প্রথম কালবৈশাখী ঝড় সাভারে আঘাত হেনেছে। আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টার মধ্যে এটি ঢাকায় পৌঁছায়।
কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও শীলাসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় বেলা সাড়ে ৩টা থেকে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। ৪টা থেকে আকাশ কালো করে প্রবল বেগে বাতাস বইতে থাকে। এ সময় ধুলার চাদরে ঢেকে যায় চারদিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *