শ্রীপুরে কারখানার গোদামে অগ্নিকান্ডে এক শ্রমিকের মৃত্যু

Slider জাতীয়

রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুর পৌরসভার দক্ষিন ভাংনাহাটি এলাকায় ঢাকা গার্মেন্টস এন্ড ওয়াশিং কারখানার গোদামে অগ্নিদগ্ধ হয়ে মাসুম শিকদার(২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে এ কারখানার কেমিক্যাল গোদামে আগুনের ঘটনা ঘটে। নিহত যুবক ঢাকা জেলার দোহার থানার চরকুসুমহাটি গ্রামের সূর্য শিকদারের ছেলে। সে কারখানার গোদামে ওয়েন্ডিং শ্রমিক হিসেবে কাজ করছিলেন।সকাল ১০টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান,শনিবার সকালে কারখানার কেমিক্যাল রাখার গোদামে আগুনের সূত্রপাত হয়। পরে সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার পূর্বেই কারখানার নিজস্ব উদ্যোগে তারা আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে এক যুবক নিহত হয়। তিনি আরো বলেন,নিহত এই শ্রমিক কারখানার এ গোদামে ওয়েল্ডিং শ্রমিকের কাজ করছিলেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক(এসআই) সাদেক মিয়া বলেন, কারখানাপর গোদাম থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক সেলিম মিয়া বলেন, নিহত এই যুবক কারখানার নির্মানাধীন ভবনের ঠিকাদারী প্রতিষ্ঠানে ওয়েল্ডিং কাজে নিয়োজিত ছিল। সে শনিবার সকালে কাজ করার সময় অগ্নিস্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় পুরো গোদামটিই আগুনে পুড়ে যায়।তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *