জাবির হলে হলে নতুন তালা

Slider শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা হলের ফটকের তালা ভেঙে দেয়ার পর নতুন করে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা হলের ফটক নতুন করে তালাবদ্ধ করেন।

এর আগে আবাসিক হল খুলে দেয়াসহ তিন দফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় দুটো দাবি মেনে নিলেও হল খোলার ব্যাপারে ‘রাষ্ট্রীয় নির্দেশনা’ ছাড়া কোনো পদক্ষেপ নেয়া সম্ভব না বলে শিক্ষার্থীদের জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান। প্রক্টরের এই ঘোষণার পরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের তালা ভেঙে হলে প্রবেশ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় হলের প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মো. মোতাহার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক চলছে, এরপরই সিদ্ধান্ত জানানো হবে। আমরা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *