সারা দেশে ১২০ ঘণ্টার হরতাল শুরু

Slider বাংলার মুখোমুখি

105413_Hartal

সারা দেশে ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। লাগাতার অবরোধের মধ্যেই এই হরতাল আহ্বান করা হয়েছে। রোববার ভোর ৬ টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে বুধবার ভোর ৬টা পর্যন্ত।

শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতাল ঘোষণা করা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় উড়িয়ে দেয়া ও তাকে গ্রেফতারে আওয়ামী লীগ নেতাদের হুমকি, আন্দোলন দমনে পুলিশি পদক্ষেপের দায় নিয়ে প্রধানমন্ত্রীর আতঙ্ক সৃষ্টি করা, বিএনপি নেতাদের বাড়ি-গাড়িতে বোমা হামলা-অগ্নিসংযোগ, অবরোধ চলাকালে প্রায় ২১ জন নেতাকর্মীকে সরাসরি গুলি করে হত্যা, বন্দুকযুদ্ধের নামে হত্যা, ১৫ হাজার নেতাকর্মীকে গ্রেফতার, বাড়িতে যৌথ বাহিনীর আক্রমণ, সরকারি এজেন্ট দিয়ে পেট্রোল বোমা মেরে তার দায় আন্দোলনকারীদের ওপর চাপানোর প্রতিবাদে এবং গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য এই হরতাল পালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *