রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী আনিছুর রহমান নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছে।
বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান পেয়েছেন ২৩হাজার ৪৮৬ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এড. কাজী খান পেয়েছেন ১০হাজার ৯৬টি ভোট।
শনিবার (১৬ জানুয়ারি) উপজেলা পরিষদের হলরুমে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে শ্রীপুর পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দ এ ফলাফল ঘোষণা করেন।
এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে বেসরকারি ভাবে বিজয়ী কাউন্সিলরা হলেন, ১ নং ওয়ার্ডে দারা মন্ডল, ২ নং ওয়ার্ডে মাসুদ প্রধান , ৩ নং ওয়ার্ডে আঃ সাহিদ সরকার , ৪ নং ওয়ার্ডে কামরুল মন্ডল, ৫ নং ওয়ার্ডে রমিজ উদ্দিন, ৬ নং ওয়ার্ডে হাজী কামাল হোসেন, ৭ নং ওয়ার্ডে মোঃ হাবিবুল্লাহ , ৮নং ওয়ার্ডে আলী আসগর ও ৯ নং ওয়ার্ডে আমজাদ হোসেন।
এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিল হিসেবে বিজয়ী হয়েছেন, ১,২,৩ ওয়ার্ডে নাজমা বেগম, ৪,৫,৬ ওয়ার্ডে বুলবুলি, ৭,৮,৯ নং ওয়ার্ডে আফরোজা বেগম।