গাজীপুরে বন রক্ষায় ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের মানববন্ধন

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

মোঃ ইসমাঈল হোসেন মাস্টার: আজ ১১ জানুয়ারি সোমবার বেলা ১১.০০ ঘটিকায় ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন কর্তৃক গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গনে ভাওয়াল গড় রক্ষায় ১০ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান কামাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মানববন্ধনে বক্তব্য রাখেন ও ১০ দফা দাবি উপস্থাপন করেন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় মহাসচিব ও গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. এ. কে. এম রিপন আনসারী।

সাংগঠনিক সম্পাদক ডা: বোরহান উদ্দিন অরণ্যের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কেন্ত্রীয় যুগ্ম মহাসচিব ফেডরিক মুকুল বিশ্বাস, গণমাধ্যমে বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ভুইয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন মাষ্টার, সাংবাদিক আবুল কাশেম, সাংবাদিক লাভলু মিয়া, শিক্ষক প্রতিনিধি সাদিকুল ইসলাম প্রমূখ।
মানববন্ধন শেষে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়

মানববন্ধনের প্রধান অতিথি এ কে এম রিপন আনসারী তার বক্তব্যে দাবি বাস্তবায়নে আগামী ত্রিশ দিনের মধ্যে দৃশ‍্যমান অগ্রগতি না হলে একমাস পর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে কঠোর কর্মসূচি পালন করা হবে।

দাবি সমূহঃ
১। বনের জমি জবর দখল বন্ধ করতে হবে।
২। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা করতে হবে এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে করা মামলা প্রত‍্যাহার করতে হবে।
৩। বন বিভাগের দায়ের করা সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত‍্যাহার করতে হবে।
৪। বন দখলের সাথে জড়িত অসাধু সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের তদন্তপূর্বক আইনের আওতায় আনতে হবে।
৫। ব‍্যাক্তি মালিকানাধীন সম্পত্তি বন বিভাগের রেকর্ড ও গেজেট থেকে অবমুক্ত করতে হবে।
৬। বনের জায়গাতে যে সকল অবৈধ ঘরবাড়ি দোকান পাট ও স্থাপনা গড়ে উঠেছে তা উদ্ধার করতে হবে।
৭। বনের গাছ কাটা ও পাচার বন্ধ করতে হবে।
৮। বনের জায়গা উদ্ধার পূর্বক যথাযথ সংরক্ষণ ও পরিকল্পিত বনায়ন করতে হবে।
৯। বন বিভাগ কর্তৃক অসীম ক্ষমতা প্রাপ্ত মামলা দায়ের এখতিয়ার নিয়ন্ত্রণ করতে হবে।
১০। বন আইন সংশোধন করে সময় উপযোগী আইন প্রণয়ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *