বরিশালে লঞ্চে ও ঝিনাইদহে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ

Slider জাতীয়

Boma_sm_633375023

বরিশালের গৌরনদীর আঁড়িয়াল খা নদে মানসী লঞ্চে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবারা সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।তবে, এতে কেউ হতাহত হয়নি।

মানসী লঞ্চের কেরানি হুমায়ন কবির  জানান, উপজেলার হোসনাবাদ স্টিমার ঘাট এলাকা অতিক্রমকালে নদের পাড় থেকে লঞ্চে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এতে লঞ্চের দোতলার ডেকের জানালার একটি পর্দা পুড়ে যায়। এ সময় লঞ্চের দেড়শতাধিক যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর পর লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন  জানান, পেট্রোল বোমায় লঞ্চের পর্দার সামান্য অংশ পুড়ে গেছে।

এদিকে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী এলাকায় চালভর্তি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি খাদে পড়ে চালক উৎপল কুমার আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পোড়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন আজাদ  জানান, চালভর্তি ট্রাকটি ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার থেকে গোয়ালপাড়া বাজারে যাচ্ছিল।

পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা সড়কের পোড়াহাটি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত একটি পেট্রোল বোমা ছুঁড়ে মারে।

এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। এ সময় চালক ও হেলপার লাফ দিলে নিচে পড়ে। আর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে, পুলিশ কাউকে আটক করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *