টাঙ্গাইলের সখীপুরে দুইশত ভ্যেকু মাটি কাটায় ব্যস্ত : বিনষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য

কৃষি, পরিবেশ ও প্রকৃতি


সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুরে প্রায় দুইশত ভ্যেকু দিয়ে মাটি কেটে অবকাঠামো পরিবর্তনের মাধ্যমে বিনষ্ট করা হচ্ছে পরিবেশের ভারসাম্য। এতে সখিপুরের অধিকাংশ জমিই বনবিভাগের। কিন্তু বনকর্মকর্তাদের সাথে যোগসাজশে মোটা অংকের ঘুষের বিনিময়ে বনবিভাগের জমি কর্তন করার অনুমতি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পৃথিবী ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য মাটি কাটার উপর নিষেধাজ্ঞা থাকলেও স্থানীয়ভাবে ভ্যেকু সমিতির মাধ্যমে প্রায় দুইশত ভ্যেকু দিয়ে প্রতিনয়ত মাটি কেটে অবকাঠামো পরিবর্তন করা হচ্ছে।

আর এ বিষয়ে বহেড়াতৈল রেঞ্জ অফিসার এএইচএম এরশাদ হোসেন বলেন, “বনবিভাগের জমিতে ভ্যেকু দিয়ে মাটি কাটার খবর পাওয়ার সাথে সাথেই বন্ধ করে দেওয়া হচ্ছে।”

পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা শাখার উপ পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, “লোকবল কম থাকায় টাঙ্গাইল থেকে সবসময় উপজেলায় যাওয়া সম্ভব হয় না,তবে সহকারি কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভ্যেকুচালক ও মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *