দুইদিনের মধ্যে অবরোধ না তুললে ব্যবস্থা : সুরঞ্জিত

Slider টপ নিউজ
1422614639
এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে আগামী দুইদিনের মধ্যে অবরোধ-হরতাল না তুললে সরকার আরো কঠোর হতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। খবর: বাসসের।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, আপনি যদি অবরোধ প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেন তাহলে সরকারও বিকল্প প্রশাসনিক সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
তিনি বলেন, সহিংসতার মাধ্যমে প্রায় ১৬ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যত নষ্টের দায়ভার বিএনপিকেই নিতে হবে। চাপ সৃষ্টির মাধ্যমে কখনোই আলোচনা হতে পারে না।
তিনি বলেন, অগণতান্ত্রিক ও সহিংস আন্দোলন বন্ধ করুন, না হলে সহিংসতা বন্ধ করতে প্রধানমন্ত্রীর হাতে সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা ছাড়াও বিকল্প অনেক মাধ্যম আছে। যা এখনো ছোঁয়াও হয়নি। কতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী ধৈর্য দেখাবেন তা সময়ই বলে দেবে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নৌকা সমর্থক গোষ্ঠী এই আলোচনা সভার আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *