পরিবেশ রক্ষায় এগিয়ে এলো বোরহান উদ্দিন ফাউন্ডেশন

কৃষি, পরিবেশ ও প্রকৃতি

রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচী ঘোষণা করেছে একটি সেচ্ছাসেবী সংগঠন।

এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ নিন্মমাধ্যমিক বিদ্যালয় মাঠে চেতনা ৭১ নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের তত্ত্বাবধানে বৃক্ষ রোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
(২৪ ডিসেম্বর) বিকেলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বিভিন্ন জাতের ফলদ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষ বিতরণ কালে সেচ্ছাসেবী সংগঠন চেতনা ৭১ এর সভাপতি রাহাত আকন্দ জানান, শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশনের কর্ণধার শেখ বোরহান উদ্দিন প্রবাসে থাকেন বহুবছর ধরে।
জানাযায় বিভিন্ন সময় সমাজের দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমত সহযোগিতার হাত বাড়ান সব সময়।
চিকিৎসা বঞ্চিত মানুষের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণসহ বিভিন্ন ভাবে ভূমিকা রাখতে কাজ করছেন সেচ্ছাসেবী সংগঠন।
উল্লেখ্য শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশনের কর্ণধার শেখ বোরহান উদ্দিন দুই যুগের বেশি সময় ধরে কর্মরত রয়েছেন প্রবাসে।
তিনি প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য বিভিন্ন সময় সহয়তার হাত বাড়িয়ে দেন।
বোরহান উদ্দিন ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ কর্মসূচী সপ্তাহ ব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসায় চলবে বলে জানান সেচ্ছাসেবী সংগঠন চেতনা ৭১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *