কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের খুদিয়ার টেক পয়েন্টে ট্রলারডুবির ঘটনায় আটজনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কুতুবদিয়া চ্যানেলে খুদিয়াটেক পয়েন্টে আশপাশের এলাকা থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়।
কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশন কমান্ডার তারেক মোস্তফা রাইজিংবিডিকে জানান, ট্রলারডুবির ঘটনায় আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলো যে পয়েন্টে ট্রলারটি ডুবে গেছে ওইস্থানের আশপাশের এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরো জানান, কোস্টগার্ডের উদ্ধার যান তানভীর ও তৌহিদ এবং নৌ-বাহিনীর উদ্ধার যান অতন্দ্র ও অপরাজেয় জাহাজসহ কোস্টগার্ডের আরো ২টি ট্রলার উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের খুদিয়ার টেক পয়েন্টে ট্রলারডুবির ঘটনায় শুক্রবার সকালে ১১ জন দালালের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মানবপাচার আইনে মামলা করেছে পুলিশ।
উল্লেখ্য, বঙ্গোপসাগরের কক্সবাজারের কুতুবুদিয়া চ্যানেলের খুদিয়ার টেক পয়েন্টে মালয়েশিয়াগামী এফবি ইদ্রিস নামে একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটি চট্টগ্রামের মাঝিরঘাট থেকে রওনা দেয় বুধবার রাত ২টার দিকে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাগরে ডুবে যায় ট্রলারটি।