শ্রীপুরে রাস্তার পাশে মেছো বাঘের মৃতদেহ

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশে একটি মেছোবাঘের মৃতদেহ পড়ে রয়েছে। শনিবার সকালে রাজাবাড়ী- শ্রীপুর সড়কের শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের (ফোরকানিয়া মাদ্রাসা সংলগ্ন) সড়কের পাশে বাঘটি পড়েছিল। গায়ের রং এবং দাগ দেখে এলাকাবাসী এটাকে চিতা বাঘ বলছে। তবে নব বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক প্রাণীটির ছবি দেখে এটাকে মেছো বাঘ বলে নিশ্চিত করেছেন।
লোহাগাছ গ্রামের শহিদুল্লাহ্ মন্ডল বকুল জানান, বাড়ি থেকে সড়কে উঠা মাত্রই ওই সড়কের ফোরকানিয়া মাদ্রাসার কাছে বাঘের মৃতদেহ দেখত পায়। ওই প্রাণিটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ঘন কুয়াশা থাকার কারণে এ সড়কে চলাচলকারী কোন গাড়ির সাথে ধাক্কা লেগে রাতে বাঘটি মারা যেতে পারে। স্থানীয় উৎসুক জনতা প্রাণীটি এক নজর দেখার জন্য ভিড় জমায়। এটা দেখার পর আশেপাশের বনে চিতা বাঘ থাকার একটা আতঙ্ক দেখা দেয় এলাকাবাসীর মধ্যে।
বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক জানান, ছবি দেখে মনে হচ্ছে এটি মেছো বাঘ। প্রাণীটির বয়স হবে প্রায় ৩ বছর। এরা নিশাচর প্রাণী এবং বনে থাকা ইঁদুর, সাপ, ব্যাঙ এবং জলাশয়ের মাছ ধরে খায়। সাধারণত রাতের বেলায় এরা খাবারের সন্ধানে বন-জঙ্গল বা জলাশয়ে বের হয়। এরা সাধারণত দিনের বেলা লোকালয়ে বের হয় না।
তিনি আরো বলেন, আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে কোন গাড়ির ধাক্কা খেয়ে ঘটনা স্থলে প্রাণীটি মারা গেছে। বন জঙ্গলের আশেপাশে বা ভেতরের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করলে বন্যপ্রাণী রক্ষায় ধীরগতি ও সাবধানে গাড়ি চালানো উচিৎ। এজন্য ওইসব এলাকায় রাস্তার পাশে সাইনবোর্ড টানানো কিংবা স্পিডব্রেকার (গতিরোধক) দেয়া দরকার।এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর আড়াইটা) মৃত বাঘটি সড়কের পাশেই পড়ে রয়েছে। স্থানীয় বন বিভাগ মৃত বাঘটি উদ্ধারে কোনো ব্যবস্থা নেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *