মনবালকের কাছে খোলা চিঠি- ৮

Slider সাহিত্য ও সাংস্কৃতি


<img class="emoji" alt="🌹” src=”https://s.w.org/images/core/emoji/11/svg/1f339.svg”>মনবালকের কাছে খোলা চিঠি- ৮<img class="emoji" alt="🌹” src=”https://s.w.org/images/core/emoji/11/svg/1f339.svg”>

<img class="emoji" alt="🌷” src=”https://s.w.org/images/core/emoji/11/svg/1f337.svg”>প্রিয় মনবালক,<img class="emoji" alt="🌷” src=”https://s.w.org/images/core/emoji/11/svg/1f337.svg”>
দীর্ঘ ৪ মাস পরে আবার তোমাকে
লিখতে বসলাম একটা বিশেষ কারণে।
কারণটা নাহয় অপ্রকাশিতই থাক।
গত বছর এই সময়ে তোমার
প্রেমে চরম রকম হাবুডুবু খাচ্ছিলাম।
যদিও জানতাম একসময়
এই ঘোর কেটে যাবে।
এটা খুবই সাময়িক।তোমাকে কয়েক কোটিবার বলেও ছিলাম,
ঘাবড়িও না,আমার
এই পাগলামী খুবই সাময়িক।
জানোতো ভালোবাসা কিংবা ভালোলাগার কোনো বয়স হয় না।
কখন কাকে কেন ভালো লেগে যায়
এই চরম সত্যটা
আজও বুঝে উঠতে পারিনি।
তবে আমার ভালো লাগে
প্রিয় কারো প্রেমে পড়তে।
বার বার প্রেমে পড়তে।
মনের মাঝে সবাইকে জায়গা
দেয়া যায় না।
কখনও কখনও বিনা কারণে
কাউকে কাউকে খুব ভালো লেগে যায়।
যে ভালো লাগার কথা
কখনই ব্যক্ত করা হয় না।
গত বছর এই সময়ে
ভেবেছিলাম আমি
তোমার প্রেমের জলে হাবুডুবু খেয়ে মন সাগরের তলদেশে ডুবে যাবো।
হয়তো আর কখনই ভেসে
উঠতে পারবো না।
অথচ সেই আমিই
আজ তোমাকে দিব্যি ভুলে আছি।
ব্যস্ততা তোমাকে ভুলিয়ে দিয়েছে।
তবে কখনও কখনও ঘুম না আসা মধ্য রাতে তোমাকে খুব মনে পড়ে।

আগে দিন রাত ২৪ ঘন্টা তোমাকে
মেসেজ যন্ত্রণায় রাখতাম।
আর এখন সময়ই পাই না হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার চেক করার।
আমার মেসেজ তোমার বিরক্তির কারণ হতো জানতাম।
তবুও কি এক ভালো লাগায়,
কি এক মুগ্ধতায়
তোমাকে কেবল লিখেই যেতাম।
তোমাকে লেখা সেই আবেগঘন পাগলামীভরা মেসেজগুলো
এক করলে গোটা দশেক বই হয়ে যেত তা আমি নিশ্চিত।
এক জীবনে এত মেসেজ আমি কখনই কাউকে লিখিনি।
তোমাকে ভালো লাগা থেকেই
আমি বার বার শত ব্যস্ততার মাঝেও
কলম তুলে নেই।দুই কলম লিখি।
লেখার মাঝেই তোমাকে স্মরণ করি।
তুমি পাশে থাকলে হয়তো
আমিও মহাকাব্য লিখে ফেলতাম এত দিনে।তোমাকে ভুলে গিয়ে আজ আমি লিখতেও ভুলে গেছি।

তোমার মতো এত ভালো ইদানীং আর কাউকেই লাগে না।ভালো লাগার সময়ও নেই কারণ ভীষণ ব্যস্ততায়
কাটছে কর্মমুখর ব্যস্ত সময়।

গত বছর এই সময় ৪/৫ শ লাইক একটা একটা করে দেখতাম,
আমার কোনো পোস্টে তোমার একটাও লাইক পড়লো কিনা।
সেই তুমিই আজ আমার পোস্টে লাভ রিয়াকশন দাও।
নাহ্ তোমার অসময়ে দেয়া লাভ রিয়াকশনও আজ আমার হৃদ স্পন্দনের কারণ হয় না।

দীর্ঘ লোডশেডিংএ যেমন ফ্রিজের খাবার নষ্ট হয়ে যায় তেমনি দীর্ঘ যোগাযোগহীনতাও সব সম্পর্কও
নষ্ট করে দেয়।
ভালোলাগা কিংবা ভালোবাসা হলো
চর্চার বিষয়।
তুমি যত যত্ন নিবে ততই তা সতেজ হবে।তোমাকে তা ভালোলাগার অক্সিজেন দিবে।চর্চাহীনতায় তা মরে যায়।
যেমনটা আমাদের ক্ষেত্রে হয়েছে।

মন বালক তুমি ভালো আছো তো?একসময় আমি ভীষণ বাংলা ছবি দেখতাম।সে সময় নায়ক জিৎ গাঙ্গুলীর প্রেমে পড়েছিলাম ভীষণ রকম।
এখনও তাকে ভুলতে পারিনি।
সময় পেলেই তাকে দেখি।তাকে দেখতে গিয়েই আমি তোমায় দেখি।হা হা হা।

আসলে যখন যাকে ভালো লেগে যায় তখন মানুষ সব কিছুতেই তার ভালোলাগা মানুষের সাদৃশ্য খুঁজে বেড়ায়।
যেমন আমি এখনও
যখন যেখানে যাই সেখানেই
তোমার নামের সব কিছুই আমার চোখের সামনে এসে হাজির হয়।
ভুলতে চাইলেও যায় নাতো ভোলা।
তারপরেও আমি তোমায় ভুলে গেছি।
তোমার সাথে এখন আর সেই আগের মতো অষ্টাদশী আবেগ দেখাই না।
কিংবা আধা মিনিট তোমার কণ্ঠ শোনার বায়নাও করি না।
তোমার কোনো কিছুই
এখন আর আমায় আগের মতো টানে না।অতঃপর আমি তোমার নেশা কাটাতে পেরেছি।

ভালো থেকো মনবালক।
মনের মাঝেই এই ভাবে ঘাপটি মেরে বসে থেকো। মন খারাপ করা মুহূর্তে মনটাকে ভালো রেখো।
ইতি তোমার যন্ত্রমানবী
মনবালিকা

খায়রুননেসা রিমি
সিনিয়র শিক্ষক
সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ,বারিধারা ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *