নিকারাগুয়ায় ট্রাক দুর্ঘটনায় নিহত ১৭

Slider ফুলজান বিবির বাংলা


ঢাকা: নিকারাগুয়ার মন্টানিটা এলাকায় সোমবার একটি ট্রাক দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। ওয়াসলালা নগর থেকে ১৫ কিলোমিটার দূরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থ সিনহুয়া এ খবর জানায়।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিহতদের মধ্যে ১২ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে।

ওয়াসলালা নগরীর মেয়র জারমান ভর্গাস সোমবার সরকারি একটি বেতার কেন্দ্রকে বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকটিতে মোট কত জন যাত্রী ছিল তা জানা যায়নি।

নিকারাগুয়ায় সম্প্রতি শক্তিশালী ঝড় ইটা ও আইয়োটার আঘাত হানে। এতে দেশটিতে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। ফলে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটে এবং ব্যাপক ক্ষতি হয়। বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *