নীরব হোয়াইট হাউজ

Slider বিচিত্র
The White House in Washington, Saturday Nov 7, 2020. (AP Photo/Steve Helber)

জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের ঘন্টাখানেকের মধ্যে খুব নীরব হোয়াইট হাউজ। কোনো প্রতিক্রিয়া নেই কারো। বাইরে তার কোনো সমর্থকের দেখা নেই। ভার্জিনিয়া, স্টার্লিং ক্লাবে তখন গলফ খেলছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নর্থ লনে, নির্বাচনী রাতের খবর সংগ্রহকারী অল্প কিছু সংবাদকর্মী লাইভ শট নিচ্ছেন। কখনো কখনো সেখানে উল্লাসধ্বনি শোনা যাচ্ছে। প্রেসরুমে একজন প্রেস এইড আসছেন আর যাচ্ছেন। ১৭তম স্ট্রিট এবং পেনসিলভ্যানিয়া এভিনিউ এনডব্লিউতে প্রেস ও স্টাফদের প্রবেশ পথ।

সেখানে হোয়াইট হাউজে প্রবেশের সেই পথ এখন বন্ধ করে দেয়া হয়েছে। গাড়ি থেকে তীব্র শব্দ করা হচ্ছে। এখানে ওখানে রাস্তার ক্রসিং পয়েন্টগুলোতে লোকজন সেলিব্রেট করছে বাইডেনের জয়। সে দৃশ্য দেখে সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট উপহার করছেন। তিনি বলছেন, গাড়ির তীব্র শব্দ সৃষ্টি করা খারাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *