অসহায় পিয়ারজান বেওয়ার পাশে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস!

Slider ফুলজান বিবির বাংলা

হাসানুজ্জামান হাসান,ডিস্ট্রিক করেসপন্ডেন্ট,লালমনিরহাটঃ লালমনিরহাটের তিস্তার কোলঘেষা মহিষখোঁচা গোর্বধনে এক অসহায় দরিদ্র পরিবারকে টিনের ঘর তৈরি করে দিয়েছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। মানবতার সেবায় গ্রীন ভয়েস শ্লোগানে সংগঠনটি পুনর্বাসন কার্যক্রম ২০২০ এর আওতায় এ পর্যন্ত জেলায় পাঁচটি অসহায় পরিবারের বাসস্থানের ব্যবস্থা করেছে। প্রতিটি বাসস্থানের নাম দিয়েছে মা ঘর।

মানবতায় সেবায় এগিয়ে আসা গ্রীন ভয়েস একঝাঁক তারুণ্য দীপ্ত উদ্যোগী সৈনিকরা অনেকটা নিরবে নিভৃতে অসহায়দের সাহস যুগিয়ে চলছে।

শনিবার সন্ধ্যায় গোবর্ধনের অসহায় বৃদ্ধা পিয়ারজান বেওয়ার বাড়িতে ৭ম ঘরটি হস্তান্তরের জন্য অনাড়ম্বর পরিবেশে হাজির হন লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর। তিনি গ্রীন ভয়েসের কার্যক্রমে অভিভূত হন এবং সংগঠনটির সফলতা কামনা করেন।

এসময় গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখার সভাপতি রেদোয়ান হোসেন রাঙ্গা ও সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহাগ,সাংবাদিক মাজেদ মাসুদ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে সুবিধাভোগী পিয়ারজান ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *