মরিশাসের সড়কে গেল ৪ বাংলাদেশির প্রাণ, আহত ২০

Slider বাংলার মুখোমুখি


ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মরিশাসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পোর্ট লুইস সংলগ্ন হাইওয়েতে বাংলাদেশিদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে। এতে নিহত হতভাগ্য বাংলাদেশি ফারুক ইসলাম, সঞ্জয় দাস, রকিব মোল্লা ও আবদুর রাজ্জাকসহ আরও অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মরিশাসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রায় ৫০ জন বাংলাদেশি শ্রমিক নিয়ে একটি বাস হাইওয়ে ধরে পোর্ট লুইসস্থ তাদের কোম্পানিতে যাচ্ছিলো। এমন সময় তারা আচমকা দুর্ঘটনায় পড়েন। তাতে ঘটনাস্থলে ৩ বাংলাদেশি এবং একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান। গুরুতর আহত অন্যদের হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর মধ্যে একজনের অবস্থা খুবই সংকটাপন্ন। পোর্ট লুইসস্থ বাংলাদেশ দূতাবাস ঢাকায় তাৎক্ষণিক যে রিপোর্ট পাঠিয়েছে তাতে বলা হয়েছে, মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় কমবেশি অন্তত ২০ জনের মতো আহত হয়েছেন। তাদের অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ডরমিটরিতে ফিরে গেছেন। আরোহীদের বাকিরা অক্ষত আছেন। দুর্ঘটনার পরপরই রাষ্ট্রদূত এবং দূতাবাসের অন্য কর্মকর্তারা হাসপাতালে যান। মরিশাসের শ্রমমন্ত্রীও ততক্ষণে হাসপাতালে পৌঁছে যান। তারা উভয়ে হাতাহত শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনার ভয়াবহ বর্ননা শুনেন। পরবর্তীতে মরিশাসের শ্রম মন্ত্রণালয়ে এ নিয়ে একটি বৈঠকে যোগ দেন বাংলাদেশ দূত। ওই বৈঠকে হতাহত বাংলাদেশি শ্রমিকদের সংশ্লিষ্ট কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও ডেকে পাঠানো হয়। মরিশাসে অভূতপূর্ব এমন দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। নিহতদের লাশ দ্রুত দেশে ফেরত পাঠনো এবং হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ আদায়ে দূতাবাস কাজ করছে বলেও ঢাকাকে জানানো হয়েছে। রিপোর্ট বলছে, মরিশাসে প্রায় ২৫ হাজার বাংলাদেশির বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *