মাঠ জুড়ে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন!

কৃষি, পরিবেশ ও প্রকৃতি

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ দেশের সীমান্তবর্তী উত্তরের জেলা লালমনিরহাটের ৫টি উপজেলা উপজেলার ৪৫টি ইউনিয়নের মাঠে মাঠে এখন কৃষকের সোনালী স্বপ্ন বাতাসে দোল খাচ্ছে।

মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ!
সোনালী ধানের শীষে ভরে উঠেছে মাঠ। সেই সাথে রঙিন হয়ে উঠছে প্রান্তিক চাষিদের স্বপ্ন। মাঠ জুড়ে এখন সোনালী স্বপ্নের ছড়াছড়ি।

কিছুদিনের মধ্যেই লালমনিরহাটের কৃষকরা ধান কাটা শুরু করবে। অগ্রহায়ণ মাস পড়লেই পুরোদমে আমন ধান-মাড়াই শুরু করবেন তারা। চলতি মৌসুমে সময় মতো বৃষ্টি এবং অনুকূল আবহাওয়া থাকায় অন্যান্য বছরের চেয়ে আমন আবাদ ভালো হয়েছে। আশানুরূপ ফলনের সম্ভবনাও রয়েছে।

এসব এলাকার মাঠগুলোতে যতদূর চোখ যায় চারদিকে শুধু সোনালী ফসলের সমারোহ। পুরো মাঠ যেন সোনালী রঙে সেজেছে। মাঠে গেলে বাতাসের দোলে মন-প্রাণ জুড়িয়ে যায়। চলতি মৌসুমে মাঠে অন্যসব বছরের চেয়ে ধানের শীষ ভালো হয়েছে। আশা করা যাচ্ছে এবার ধানের বাম্পার ফলন হবে।

লালমনিরহাট কাকিনা ইউনিয়নের সাহেব আলী বলেন, আবহাওয়া যদি ভালো থাকে তাহলে শতভাগ ফসল ঘরে তোলা যাবে।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দা সিফাত জাহান বলেন, বাম্পার ফলন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন ধরণের কাজ করে আসছি। কৃষকরা যাতে লাভবান হতে পারে এবং কোন প্রকার সমস্যায় না পড়েন এ জন্য আমরা সার্বক্ষণিক নজর রাখছি। আশা করি বিগত মৌসুমের মতো এবারও আমন ধানের বাম্পার ফলন হবে। এতে কৃষক অনেকটা লাভবান হবে বলেও আশা করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *