রায়হান হত্যা: কনস্টেবল টিটু ৫ দিনের রিমান্ডে

Slider জাতীয়

সিলেট: সিলেটে পুলিশের হেফাজতে রায়হান খুনের ঘটনায় ঘটনায় সাময়িক বরখাস্থ হওয়া কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেপ্তারের পর ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই সিলেটের আদালতে তোলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখায়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মুহিদুল ইসলাম অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক জিয়াদুর রহমান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাময়িক বরখাস্থ হলেও এতোদিন সিলেট পুলিশ লাইন্সে ছিলো টিটু।

এর আগে সোমবার (১২ অক্টোবর) পুলিশ ফাঁড়িতে নির্যাতনে হত্যার অভিযোগে নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপরই মহানগর পুলিশের একটি তদন্ত দল সার্বিক বিষয় তদন্ত করে। এ ঘটনায় পরে ফাঁড়ির ইনচার্জ (এসআই) আকবর হোসেন ভূঁইয়া, তৌহিদসহ চারজনকে বরখাস্ত করা হয় এবং আরও তিনজনকে প্রত্যাহার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *