ধর্ষণ যত বেশি প্রচারিত হবে, এটি তত বাড়বে— প্রধানমন্ত্রী

Slider জাতীয় নারী ও শিশু

ঢাকা: ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পাশাপাশি সমাজ থেকে এ জাতীয় ঘটনার বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘ধর্ষণের মতো ঘটনাগুলো প্রতিহত করতে আমাদের কঠোর ব্যবস্থা নিতে হবে। সেই সাথে সত্যিকারের জনসচেতনতা তৈরি করাও দরকার।’

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবীন ক্যাডার সার্ভিস অফিসারদের জন্য ৭০তম ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

অংশগ্রহণকারীরা সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে এবং সাত বিভাগীয় কমিশনাররা তাদের কার্যালয় থেকে সংযুক্ত ছিলেন।

শেখ হাসিনা বলেন, সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন) আইন ২০০০ সংশোধন করেছে এবং ধর্ষণের ঘটনা রোধে ইতোমধ্যে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে।

‘আজকাল যেসব ধর্ষণের ঘটনা ঘটে, তা ব্যাপক প্রচার করা হয়। এটি যত বেশি প্রচারিত হবে, এটি তত বাড়বে,’ বলেন তিনি।

অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন স্বাগত বক্তব্য রাখেন এবং বিপিএটিসি’র রেক্টর মোঃ রাকিব হোসেন ছয় মাসব্যাপী অনুষ্ঠিত হওয়া ফাউন্ডেশনের কোর্সের ফলাফল প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন।

সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *