দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু

Slider জাতীয়

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ২৭৮ জন।

এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হলো ৫ হাজার ৪৭৭ জনের। আর এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন।

শুক্রবারে বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত প্রায় সাড়ে চার মাসে দেশে কোভিড-১৯ রোগে এটাই সবচেয়ে কম মৃত্যু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯৬ জন।

সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৭.১৩ জনের বেশি সুস্থ হয়ে উঠেছেন।

এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ২৫৬টি। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৫০ হাজার ৬৬৯টি।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১১.৩৫ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৮.৩৩ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৮ জন। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪ হাজার ২২২ জন আর নারী ১ হাজার ২৫৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *