ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড নয়——- আসিফ নজরুল

Slider টপ নিউজ

আসিফ নজরুল: ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড সমর্থন করিনা। কারণ এতে ধর্ষনের শিকার যারা হবে তারা অনেক ক্ষেত্রে হত্যার শিকার হতে পারে। চিহ্নিত হয়ে ফাসীর শাস্তির আশংকা এড়ানোর জন্য অপরাধীরা ধর্ষনের শিকারকে মেরে ফেলতে পারে।

ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড করা হলে হয়রানি করার জন্য ভূয়া মামলাও বাড়তে পারে। এর রাজনৈতিক অপব্যবহারও হতে পারে।

আজ শুক্রবার এক ফেসবুক ষ্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

ধর্ষনের শাস্তি বাড়িয়ে মৃত্যুদন্ড করতে হলে তা করতে হবে ব্যাপক গবেষনা ও মতবিনিময় করে। এসব ছাড়া একতরফাভাবে ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড বলে ঘোষনা করার উদ্দেশ্য সস্তা জনপ্রিয়তা পাওয়া। বা জনরোয়কে প্রমশিত করা।

উল্লেখ্য ধর্ষনের জন্য মৃত্যুদন্ডের শাস্তি এরমধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আনে রয়েছে। এটি আর প্রসারিত করার প্রয়োজন নে।

প্রয়োজন দ্রুত বিচার। মাদক আর পর্নেোগ্রাফির বিস্তার রোধ। এবং ধর্ষকের উপর রাজনৈতিক প্রশ্রয়ের হাত সরিয়ে নেয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *