ঢাকা: ধর্ষণের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন আন্দোলনকারীরা।
আজ মঙ্গলবার বেলা ১১টায় এ জমায়েত শুরুর কথা ছিল। তবে বৃষ্টির কারণে কিছুটা দেরিতে জমায়েত শুরু হয়। আন্দোলনকারীরা ধর্ষকদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন।
আন্দোলনের বিষয়ে ছাত্র ইউনিয়নের লিটন নন্দি বলেন, আমরা দেশে বিচারহীনতার সংস্কৃতির দেখছি। ধর্ষণের সঙ্গে জড়িত ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। কিন্তু তাদের বিচার হচ্ছে না। সাগর-রুনি, তনু হত্যার বিচার হয়নি।