আবুল হাসানাত আবদুল্লাহ আইসিইউতে

Slider সারাদেশ


পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির প্রধান ও সাংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে হাসপাতালের আইসোলেশন বিভাগের ইনটেনসিভকেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। বরিশাল জেলা আওামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুস আজ বুধবার রাতে বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে আবুল হাসানাত আবদুল্লাহর শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি স্কয়ারের আইসোলেশন বিভাগের আইসিইউতে রয়েছেন। আবুল হাসানাত আবদুল্লাহর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এরপর তার হার্টের চিকিৎসা শুরু হয়েছে বলেও জানান তালুকদার মো: ইউনুস ।

আবুল হাসানাত আবদুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *