পুলিশ ও ডাক্তারদের কাছে চিরঋণী বাংলাদেশ

Slider বাধ ভাঙ্গা মত


ঢাকা: করুণা মোকাবেলায় যে দুটি বিভাগ শুরু থেকেই সোচ্চার ছিল বলতে দ্বিধা নেই, বাংলাদেশের পুলিশ বাহিনী আর চিকিৎসকদের কথা খুব প্রাসঙ্গিকভাবেই চলে আসে ।

এই দুই বিভাগের সদস্যদের আমরা সবাই জেনেছি করোনা যুদ্ধের সম্মুখযুদ্ধা হিসেবে ।গত মার্চ মাস থেকে যে সুনামের সাথে কাজ করে সবার কাছে ছিলেন সম্মানিত, আজ দু’একজন সদস্যের জন্য এই দুই বিভাগের সবাইকে যেভাবে ঢালাওভাবে সামাজিক মাধ্যমগুলোতে গালমন্দ করা হচ্ছে, তা প্রকাশের ভাষা দেখে ভাবছি শিক্ষার ঠিক কোন জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি । আমার খুব কাছের পুলিশপত্মী বন্ধুদেরকেও দেখেছি, যাদের অনেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে বোলিংয়ের শিকার হয়েছে । এরকম উদাহরণ আমি অনেক দিতে পারবো । মানুষকে সেবা দিয়েছেন, ন্যূনতম ধন্যবাদটুকু পাননি । ঠিক এরকম আরেকটি পেশাজীবী হলেন আমাদের দেশের চিকিৎসক সমাজ । অথচ এরকম আচরন যারা করছেন তাদের অধিকাংশই কিন্তু সমাজের অশিক্ষিত শ্রেণীপেশার কেউ নন । অামি বিশ্বাস করি,ধিক্কার আর প্রতিবাদের ভাষায় থাকবে কঠিন প্রত্যয় । যা মানুষকে একাত্ম করবে । তার প্রয়োগ ও প্রকাশের ভাষা হবে সুস্থ । তা নইলে ভাষার অপচর্চা হয়ে যেতে পারে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ না করার এক স্থায়ী সংস্কৃতিতে ।

লেখক

সাইফুল ইসলাম
সহকারী শিক্ষক
কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়
শ্রীপুর, গাজীপুর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *