কালীগঞ্জে সিএনজি উল্টে নিহত- ১, এক বছরের শিশুসহ আহত- ২

গ্রাম বাংলা

মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে সিএনজি উল্টে একজন নিহত এবং মা ও এক বছরের শিশুসহ দুইজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে, রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে, টঙ্গী-পূবাইল-ঘোড়াশাল সড়কের নলছাটা ব্রিজ সংলগ্ন স্থানে।

নিহত মোঃ শিবলী সাদিক (৩৭) নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশাল পৌরসভার পাইকসা গ্রামের মোঃ আঃ মতিন মোল্লার ছেলে। আহতরা হলেন গাজীপুর সদর জয়দেবপুর এলাকার মোক্তাজুলের স্ত্রী আফরোজা (৩০) ও তার এক বছরের ছেলে জিহাদ।

এ সম্পর্কে আহত আফরোজা জানান, রবিবার সকালে সিএনজি করে জয়দেবপুর থেকে পাঁচদোনা যাবার পথে, টঙ্গী-পূবাইল-ঘোড়াশাল সড়কের নলছাটা ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছলে, সিএনজি চালকের বেপরোয়া গতির কারনে সিএনজি উল্টে আমাদের সাথে থাকা একজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আমার এক বছরের ছেলে সহ আমিও আহত হই। স্থানীয়রা আমাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে, কালীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এস.আই) নজরুল ইসলাম জানান, সকালে সিএনজি উল্টে কালীগঞ্জ পৌর মূলগাঁও এলাকার প্রাণ আর.এফ.এল কোম্পানির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ঘোড়াশাল পৌর পাইকসা এলাকার মোঃ শিবলী সাদিকের নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও সিএনজি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজন ও সিএনজি মালিককে সংবাদ দেওয়া হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হকের উপস্থিতিতে লাশ ও সিএনজি হস্তান্তর করা হবে। আহত মা ও এক বছরের শিশুকে স্থানীয় তাপস দাসের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *