গুলশানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

Slider জাতীয় রাজনীতি

আসন্ন চারটি আসনের উপ-নির্বাচনের জন্য বিএনপির ২৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আজ বিকাল পাঁচটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। এ সময় কার্যালয়ের বাইরে থাকা দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা এস এম জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় একজনের মাথা ফেঁটে যায়।
এদিন দুপুরের পর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বিকাল চারটার পর থেকে ওই এলাকা লোকে লোকারন্য হয়ে যায়। এ সময় মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকরা প্রার্থীদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *