মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ এবং বিধি ২০১৭ অবহিতকরণ ও মনিটরিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত “

Slider নারী ও শিশু


অদ্য ২ সেপ্টেম্বর ২০২০ মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২০ এবং মুজিব শতবর্ষ উপলক্ষে পুষ্টি মাসে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও সিভিল সার্জন অফিস, নরসিংদী কর্তৃক আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

মাতৃ ও শিশু স্বাস্থ্য রক্ষায় সংশ্লিষ্ট অংশীদারগণের সুসমন্বিত উদ্যোগ প্রয়োজন উল্লেখ করে মান্যবর প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ এর সফল প্রয়োগ নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রত্যাশী সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে অভিমত ব্যক্ত করেন।

এসময় নরসিংদী জেলার সরকারি হাসপাতালসমূহে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের লক্ষ্যে ১৮ টি “ওয়াটার পিউরিফায়ার” হস্তান্তর করা হয়।

পরবর্তীতে মান্যবর প্রধান অতিথি নরসিংদী জেলার সদ্যবিদায়ী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভকামনা ও শুভাশিস জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *