কয়েক দিনের মধ্যে সঙ্কটের সমাধান : রওশন এরশাদ

Slider জাতীয়

103665_Rawshan-Ershad

আগামী কয়েক দিনের মধ্যে চলমান রাজনৈতিক সঙ্কটের সুষ্ঠু সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

আজ শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে অবরোধ-হরতালে অগ্নিদগ্ধ মানুষকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে রওশন বলেন, জনগণকে রাজনৈতিক প্রতিপক্ষ বানাবেন না। হরতাল-অবরোধের নামে বোমা মেরে মানুষ হত্যা করা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে সবাই মিলে চেষ্টা করছি। সংসদের ভেতরে ও বাইরে কথা বলছি। আশা করি, আগামী কয়েক দিনের মধ্যে একটি সুষ্ঠু সমাধান বের হয়ে আসবে।

মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করবেন কিনা- সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির এই নেতা বলেন, এখন দেশ নিয়ে ভাবছি। এ ব্যাপারে পরে পার্টির চেয়ারম্যানের সাথে আলোচনা করা হবে।

সংসদে বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার এ সময় তার সাথে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *