১৯/০৮/২০২০,বুধবার, গাজীপুর সদর উপজেলায় অতিরিক্ত পরিচালক, ঢাকা অঞ্চল, ঢাকা, জনাব বিভূতি ভূষণ সরকার, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ এবং বিতরণ প্রকল্প এর আওতায় আউশ ব্রি ধান -৪৮ জাতের প্রদর্শনী পরিদর্শন ও আউশ ধানের মাঠ দিবসে অংশগ্রহণ এবং কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাজীপুরের উপ-পরিচালক জনাব মো: মাহবুব আলম ও জনাব রফিকুল ইসলাম খান , এডিডি( পিপি), উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, কৃষককৃষানীগন। চান্দনা ব্লক, গাজীপুর সদর।