টাঙ্গাইল সদর উপজেলার পয়লা গ্রামে বন্যায় প্রায় ২ কি.মি. রাস্তা ক্ষতিগ্রস্থ

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি


সাাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার পয়লা গ্রামে টাঙ্গাইল পল্লী পাওয়ার প্ল্যানিট জেনারেল লিমিটেডের ২ কি.মি. উন্নয়নের রাস্তাটি বন্যার কারনে বন্ধ রয়েছে এবং রাস্তাটি ক্ষতিগ্রস্থ হয়েছে। আর এ দিকে পয়লা, ধরাট ও আউলটিয়া তিনটি গ্রামে প্রায় ৫০০ টি পরিবার পানিবন্দী হয়ে আছে। এই তিনটি গ্রামের মানুষ প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে চলাফেরা করে আসছে।

এলাকাবাসি জানিয়েছেন, “গত ২০১৮ সালে পয়লা গ্রামে টাঙ্গাইল পল্লী পাওয়ার প্ল্যানিট জেনারেল লিমিটেডের কাজ শুরু হয়েছিলো। কাজটি ২০২০ সালের প্রথম দিকে শেষ হওয়ার কথা থাকলেও বন্যা ও করোনার কারণে তা সম্ভব হয়নি।”

আর এ ব্যাপারে টাঙ্গাইলের প্রকল্প ইঞ্জিনিয়ার সুমন চৌধুরী জানান, “করোনা ও বন্যার কারণে প্রকল্পের মেটিরিয়াল নেয়ার রাস্তা তলিয়ে যাওয়ায় সাময়িক বন্ধ রয়েছে। বন্যা কমে গেলে এ কাজ চলমান থাকবে।”

এছাড়াও এ প্রসঙ্গে ঠিকাদার আরমান মানান বলেন, “তারটিয়া বাজার থেকে প্রায় প্রজেক্ট পর্যন্ত ২কি.মি. রাস্তা উন্নয়নের রাস্তাটি ২কিমি. প্রায় আধা কিমি. বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *