করোনায় মৃত্যুর মিছিলে আরো ২৮, শনাক্ত ২৭৭২

Slider জাতীয়

করোনায় মৃত্যুর মিছিল থামছেই না। অনেকটা নীরবেই বাড়ছে এই সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় সরকারি হিসাব অনুযায়ী মারা গেছেন ২৮ জন। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৭৭২ জন।

আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এ ব্রিফ করেন।
সরকারি হিসাবের বাইরে করোনার উপসর্গ নিয়েও মৃত্যুর ঘটনা ঘটছে। এর অবশ্য সুনির্দিষ্ট কোন হিসাব নেই। বিশেষজ্ঞরা উপসর্গে মৃত্যুর ঘটনাও তালিকাভুক্তির জন্য তাগিদ দিয়ে আসছিলেন। তাদের মতে করোনার প্রকৃত চিত্র বুঝার জন্য এ হিসাব রাখা জরুরি।

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে করোনার প্রকোপ কমে আসছে। বিশেষজ্ঞরা অবশ্য এরসঙ্গেও দ্বিমত পোষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *