সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দাবিতে সিলেটে মানববন্ধন

Slider সিলেট

সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীতে প্রকাশ্যে চাদাঁবাজি, ছিনতাই, রাহাজানি, চুরি ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দাবিতে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেটের উদ্যোগে ও আম্বরখানা বাজার কমিটির সার্বিক সহযোগিতায় শনিবার (২৫ জুলাই) দুপুরে আম্বরখানা পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি এস এম আমজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছু উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- আম্বরখানা বাজার কমিটির সভাপতি কুতুবুর রহমান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আম্বরখানা বাজার কমিটির সাধারণ সম্পাদক গুলজার আহমদ, রাজনীতিবিদ মাহবুব চৌধুরী, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ছাতক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আলা উদ্দিন, রাজনীতিবিদ ও সমাজকর্মী আশিকুর রহমান আশিক ও মুজিবুর রহমান মালদার, দরবেশ আলী পীর, সেলিম আহমদ, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেট-এর প্রতিষ্ঠাতা সভাপতি শফিক মিয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, সাবেক সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীন, সাবেক সভাপতি মাহবুবুল আলম মুহিত, সাবেক সভাপতি রাহেল আহমদ, আম্বরখানা বাজার কমিটির যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক আলী নেওয়াজ মোস্তাক, রাশেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, নান্টু চন্দ্র, শাহান আহমদ, আলা উদ্দিন, মোহাম্মদ আজাদ মিয়া, পরিষদের সহ-সভাপতি, আশরাফুর রহমান জুয়েল, নূরুল ইসলাম পাকি, আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহ অলিউর রহমান, প্রচার সম্পাদক আবু জাবের, আশরাফুল ইসলাম, সদস্য সুজন মিয়া, নাহিদ তালুকদার।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক এহিয়া আহমদ, সাংবাদিক নাজমুল কবির পাভেল, সাংবাদিক মঈনউদ্দিন মঞ্জু, সাংবাদিক নুরুল ইসলাম, ভোরের কাগজ এর ফটো সাংবাদিক সোহেল আহমদ, সাংবাদিক আশরাফুর রহমান জুয়েল, সাংবাদিক আবু জাবের প্রমুখ।

বক্তরা বলেন, ঈদুল আযহা উপলক্ষে পুণ্যভূমি সিলেটে চুরি, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসীদের দৌরাত্বে অতিষ্ঠ নগরবাসী। নগরবাসীর জানমালের নিরাপত্তা ও হেফাজতের জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ ও অবিলম্বে সন্ত্রাসী, ছিনতাইকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আমরা জোর দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *