স্বর্ণের ভরি বেড়ে ৭২,৮৮৩ টাকা

Slider অর্থ ও বাণিজ্য

স্বর্ণের দামে নতুন রেকর্ড হচ্ছে একের পর এক। এক মাসের মাথায় দেশের বাজারে এবার ভরিতে দুই হাজার টাকার বেশি দাম বেড়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয় মূল্য হবে ৭২ হাজার ৭৮৩ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই দর নির্ধারণ করে দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে। শুক্রবার থেকে নতুন দর কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে ইউএস ডলারের দরপতন হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে ক্রমাগতভাবে স্বর্ণের মূল্যবৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় দেশীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের মূল্যবৃদ্ধি পেয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতি স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করেছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ৭২ হাজার ৭৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬৯ হাজার ৬৩৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬০ হাজার ৮৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৫০ হাজার ৫৬৩ টাকা। এর আগে সর্বশেষ গত ২৩শে জুন স্বর্ণের দাম নির্ধারণ করেছিল বাজুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *