গাজীপুরে টাইটানিক গ্রাম!

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি জাতীয়

গাজীপুর: শীতলক্ষ্যার খ্যাতি পরিষ্কার ও স্বচ্ছ পানির জন্য। এখানেই রয়েছে নৌকা আকৃতির এক বিশাল চর, নাম ধাঁধার চর। অনেকে বলে মাঝের চর। কারণ এ চরটি লাখপুর, তারাগঞ্জ, রানীগঞ্জ ও চরসিন্দুরের মাঝখানে অবস্থিত। শীতলক্ষ্যা নদীর বুকে জেগে ওঠা এ চরটির আয়তন প্রায় আড়াইশ’ একর। দূর থেকে দেখলে এ চরটিকে অনেকটা সেন্টমার্টিনের মতো মনে হয়, কারও কারও মনে হতে পারে এ যেন ডুবে যাওয়া টাইটানিকের জেগে ওঠা। ধাঁধার চরের অবস্থানটাও বেশ ধাঁধাঁ লাগানো। চরের উত্তর-দক্ষিণে শীতলক্ষ্যা নদী, পূর্বে ব্রহ্মপুত্র নদ। দু’ দিকে দুই থানা_ কাপাসিয়া ও শিবপুর। দু’পাশে দুই জেলা গাজীপুর ও নরসিংদী। বর্ষা মৌসুমে দুটি নদীই থাকে গর্ভবতী। জলে টইটম্বুর। শীতকালে এটি হয়ে ওঠে আরও মনোরম, আরও মনোলোভা। স্থানীয় তারাগঞ্জ, লাখপুর, রানীগঞ্জ ও চরসিন্দুরের মাঝখানে এ চরকে দেখলে মনে হয় ভাসমান টাইটানিক গ্রাম। এ চরটি লম্বায় ৪ কিলোমিটার, চওড়ায় বর্ষায় আধা কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *