পত্রকাব্য-৭ (মনবালকের সাথে ভরা পূর্ণিমায় নদীর বুকে রাত্রিযাপন)

Slider সাহিত্য ও সাংস্কৃতি

প্রিয় মনবালক,
আচ্ছা, তুমি এমন কেন?
এই যে রোজ এসে আমার স্বপ্ন মাঝে আমাকে জড়িয়ে ধরো আমি লজ্জায় মরে যাই।
বাস্তবে তুমি যতটাই অহঙ্কারী স্বপ্নে তুমি ততটাই নরম,মায়াময়।
উফ কি দারুণ করে কথা বলো।
তোমার সাথে কাটানো সীমিত আকারের সময়গুলোই আজ আমার বেঁচে থাকার শ্রেষ্ঠ অবলম্বন।
ইচ্ছে করেই স্মৃতির জাবর কেটে খুব রোমান্টিক সময় কাটাই।একদিন শুধু আমার হাতের সাথে তোমার হাতের স্পর্শ লেগেছিল।উফ কিযে ভালো লেগেছিল-
সে অনুভূতি আমি কখনই তোমাকে
বোঝাতে পারবো না।
সারাজীবন জেনে এসেছি মন থেকে কিছু চাইলে আল্লাহ নাকি তা মানুষকে ফিরিয়ে দেন।
আমিও তোমাকে মন থেকেই চাইছি তবে আমি কেন তোমায় অল্প সময়ের জন্যও পাচ্ছি না?
আমি তোমার খুব কাছাকাছি আসতে চাইনি কখনও,
এমনকি তোমার বুকে কখনও মাথাও রাখতে চাইনি।আমি চেয়েছিলাম তোমার মুখোমুখি বসে ধোঁয়া ওড়া এককাপ গরম কফি খেতে।
তুমি আসলেই অনেক বেশি ভালো।
অথচ আমার অহেতুক পাগলামির কারণেই তুমি ইচ্ছে করেই আমার থেকে দূরে সরে গেলে।
একসময় দিন রাত উবু হয়ে বসে মনে যা আসতো তা লিখে তোমার মেসেঞ্জার ভরিয়ে ফেলতাম আর এখন সারাদিন বসে বসে তোমায় চিঠি লিখি।
তুমি হয়তো সে চিঠি পড়বে না।অথবা তোমার চোখেও পড়বে না কোনোদিন।
চিঠিটা পড়বে অন্য কেউ।তবুও আমি নিরন্তর লিখে যাই।
তোমায় নিয়ে লিখতে আমার ভালো লাগে।
তোমার কথা ভাবতে ভাবতে ঘুৃমোতে যাওয়া এখন আমার নিত্য দিনের খেলা।
এ এক অন্যরকম সুখ সুখ খেলা।
আচ্ছা, আমি যে সারাদিন তোমায় নিয়ে পড়ে থাকি তোমার মনে কি একটুও তা দোলা দেয় না?
তুমি কি সত্যিই একটুও ফিল করো না আমার অনুভূতি?
চলো না আমরা আবার সেদিনের মতো চাড্ডায় ঝড় তুলি।
চাড্ডা বুঝলে না?
তুমি ভীষণ বোকা।
সারাক্ষণ কেবল বইয়ে মুখ গুঁজে পড়ে থাকো।
চাড্ডা মানে চায়ের সাথে যে আড্ডা।
আচ্ছা, তুমি এত সুন্দর করে হাসো কিভাবে?
কি যে ভালো লাগে তোমার সীমিত আকারের মুচকি।
জানো তো কবি সাহিত্যিকরা যখন কারো প্রেমে পড়ে
তাদের হাসি দেখেই প্রেমে পড়ে।
আমি কিন্তু প্রেমে পড়েছি তোমার ব্যক্তিত্ব ও হাসি দুটোই দেখে।
এখনও চোখ বন্ধ করেই ছুঁয়ে দিতে পারি
তোমার মনের অলি গলি।
একদিন স্বপ্নে দেখলাম, তুমি ভীষণ অসুস্থ।
অসুস্থ অবস্থায় আশ্রয় নিয়েছো আমার বাসায়।
আমি কি করবো না করবো ভেবে অস্থির হয়ে পড়লাম।ভুলে গেলাম নিজের অসুস্থতার কথা।
তোমাকে সুস্থ করতে গিয়ে নিজেই আরও বেশি অসুস্থ হয়ে পড়লাম।
তাতেও আমার আক্ষেপ নাই।
আক্ষেপ শুধু একটাই
আমার ভাবনাগুলো কেন তোমায় স্পর্শ করে না?কেনইবা তুমি আমার প্রতি এতটাই উদাসীন?

অবাক কাণ্ড!
আমার ভাবনাকে উড়িয়ে দিয়েই তুমি ছুটে এলে আমায় দেখতে, এই করোনাকালীন লক ডাউনেও!
আমি নিশ্চিত এবার আমি সেরে উঠবোই।
তুমি পাশে থাকলে আমি মৃত্যুকেও জয় করতে পারি।
তুমি দেখে নিও এযাত্রা আমি ঠিক বেঁচে উঠবো।
তোমার হাত ধরে আবার
সবুজের বুকে গোল্লাছুট খেলবো।
ছইবিহীন নৌকায় ভরা পূর্ণিমায় আস্ত একটা রাত
নদীর বুকে কাটাবো।
আর স্বপ্নগুলোকে ভেঙ্গে আবার নতুন করে সাজাবো।
এসব স্বপ্ন দেখতে দেখতেই আমি আবার তোমাতে হারিয়ে যাই।
তুমি আর আমি মিলে হয়ে উঠি আমরা।
ইতি তোমার
স্বপ্ন বালিকা

লেখক: খায়রুননেসা রিমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *