গাজীপুর জেলা কারাগারে তিনশত বন্দির মাঝে শীতবস্ত্র বিতরণ

গ্রাম বাংলা

IAW_banglanews24_660490025

গাজীপুর: গাজীপুর জেলা কারাগারে তিনশত গরীব ও অসহায় বন্দির মাঝে শীত
বস্ত্র বিতরণ করেছে কারাকর্তৃপক্ষ।

মঙ্গলবার(২০জানুয়ারী) দুপুরে কারাগারের ভেতরে ওই সকল কাপড় বিতরণ করা হয়।
কাপড়ের মধ্যে রয়েছে সুয়েটার, কার্ডিগান ও অন্যান্য গরম কাপড়।

গাজীপুর জেলা কারাগারের  সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ,সংবাদের
সত্যতা নিশ্চিত করে বলেন, এসময়  জেলার বাহারুল ইসলাম ও ডিপুটি জেলার মনির
হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *