দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৬ই জুলাই থেকে দুবাই ও আবুধাবিতে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ( বেবিচক) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। ৬ ও ৭ই জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরো দুটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে। ঢাকা-দুবাই রুটে ৬ই জুলাই থেকে সপ্তাহে চার দিন ( সোম, মঙ্গল, বুহস্পতি ও শনিবার) বিমানের নিয়মিত ফ্লাইট চলবে। ঢাকা-আবুধাবি রুটেও ৭ই জুলাই থেকে সপ্তাহে চারদিন (মঙ্গল, বুধ, শুক্র ও রোববার) নিয়মিত বিমানের ফ্লাইট চলবে। আবুধাবি ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই টিকিট বুকিংয়ের আগে ইউএই কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে অনলাইনে রি-এন্ট্রি অনুমোদন নিতে হবে। দুবাই ভ্রমণের ক্ষেত্রে দুবাইয়ের রেসিডেন্স ছাড়া অন্যদের যঃঃঢ়ং://ংসধৎঃংবৎারপবং.রপধ.মড়া.ধব এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। দুবাই রেসিডেন্সিধারীদের যঃঃঢ়ং://ংসধৎঃ.মফৎভধফ.মড়া.ধব এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে।