টাঙ্গাইলে নতুন করে আরও ২৪ জন করোনা পজিটিভ

Slider গ্রাম বাংলা

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় নতুন করে আরও ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এ নিয়ে সোমবার পর্যন্ত টাঙ্গাইল জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৫৭২ জনে। এ পর্যন্ত প্রায় ২০০ জন সুস্থ হলেও মৃত্যু হয়েছে ১২ জনের। এখনও চিকিৎসাধীন আছেন অন্তত সাড়ে তিনশত জন।

টাঙ্গাইল সিভিল সার্জন ডা: মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, “আজকে সোমবার সকালে নতুন করে আরো ২৪ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এতে নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে আটজন, দেলদুয়ারে চারজন, ভূঞাপুরে তিনজন, সখীপুরে তিনজন, মির্জাপুরে দুইজন, ঘাটাইলে একজন, ধনবাড়িতে একজন ও গোপালপুরে দুইজন। তাদের দ্রুত চিকিৎসার আওতায় নিয়ে আসা হচ্ছে। লকডাউন করে দেয়া হচ্ছে তাদের বসবাসের স্থান।”

আর এ পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় আক্রান্তদের মধ্যে ভূঞাপুরে ২৯ জন, মির্জাপুরে সর্বোচ্চ ১৮৩ জন, ঘাটাইলে ২৩ জন, নাগরপুরে ৩৭ জন, মধুপুরে ৩৪ জন, সখীপুরে ২১ জন, গোপালপুরে ৩০ জন, দেলদুয়ারে ৩৮ জন, ধনবাড়িতে ২৪ জন, কালিহাতীতে ৩৬ জন, টাঙ্গাইল সদরে ১০৪ জন এবং বাসাইলে ১৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *