গাজীপুরের নন-এমপিও শিক্ষক -কর্মচারীদের জন্য ১ কোটি ৯১ লক্ষ টাকার অনুদান

Slider জাতীয়


গাজীপুর: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। করোনাকালীন সময়ে সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ তাদের নিয়মিত বেতন ভাতা পেলেও বিপদে পড়েন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে নন- এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের নামের তালিকা আহ্বান করা হলে

গাজীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. তরিকুল ইসলামের নির্দেশনা অনুযায়ী জেলা থেকে যাচাই বাছাই পূর্বক নামের তালিকা প্রেরণ করা হয়।
এরই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে অনুদান প্রদানের জন্য গত ২৫-৬-২০২০ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীদের তালিকাসহ প্রেরণ করা হয়েছে। এতে গাজীপুর জেলার ৪১৬৩ জন শিক্ষক-কর্মচারীর জন্য ১ কোটি ৯১ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *