মধুপুর পৌরসভার উদ্যোগে ৪৫০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

Slider ফুলজান বিবির বাংলা


সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ কোভিড-১৯ পরিস্থিতিতে মধুপুর পৌরসভার উদ্যোগে করোনায় কর্মহীন, অভাবী, শ্রমিক, হত-দরিদ্র ৪৫০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত শনিবার (২৭ শে জুন) মধুপুর পৌর কার্যালয় থেকে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে ওয়ার্ডে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ জানিয়েছেন, “করোনা সংকটের কারণে কর্মহীন, শ্রমিক, হত-দরিদ্র ৪৫০টি পরিবারকে এবার ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। করোনা সংকটের সূচনা লগ্ন থেকেই এই ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও করোনা আক্রান্তের পরিবারসহ লকডাউনে থাকা পরিবারগুলোকেও নিয়মিত পৌরসভার পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। আর এই ত্রাণ সহায়তা কার্যক্রম করোনা সংকট থেকে দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।”

এতে বিতরণকৃত ত্রাণ সামগ্রীগুলো জনপ্রতি ১০ কেজি করে চাল, এক কেজি করে ডাল ও একটি করে সাবান দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, মধুপুর পৌর এলাকার নাগবাড়ির লকডাউনে থাকা সাতটি পরিবারকেও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *