ঢাকাতেই আক্রান্ত ৭২,৮০৬

Slider জাতীয় ঢাকা

প্রথম থেকেই করোনার থাবা ঢাকাতে। হটস্পট রাজধানী। দিনে দিনে সারা দেশে ছড়ালেও এখনো বেশি সংক্রমণ ঢাকাতেই। সারা দেশে যে রোগী শনাক্ত হয়েছে তার অর্ধেকের বেশি ঢাকা শহরে। ঢাকা সিটিতে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৭২ হাজার ৮০৬ জন। যা মোট আক্রান্তের ৫৫ দশমিক ৮০ শতাংশ। দেশে মোট এক হাজার ৬৬১ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে রাজধানীতেই মারা গেছেন ৪০০ জন।

দেশে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন এক লাখ ৩০ হাজার ৪৭৪ জন। বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে মোট আক্রান্তের ৭১ শতাংশের উপরে রোগী রয়েছে। এ বিভাগে আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৯৬৮ জন। যা মোট শনাক্তের ৭১ দশমিক ২৫ শতাংশ। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত ৩ হাজার ৮৬৮ জন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে ৪০ জনের মৃত্যু হয়েছে।
তথ্যমতে, ২৬শে জুন পর্যন্ত করোনায় ঢাকা সিটিতে ৭২ হাজার ৮০৬ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৪০০জন। রাজধানী ছাড়া ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৬২ জন। এই বিভাগে মোট মারা গেছে (ঢাকা সিটি ও অন্যান্য জেলাসহ) ৮৬২ জন। ময়মনসিংহ বিভাগে মোট ২ হাজার ৭৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ বিভাগে মারা গেছেন ৪৬ জন। এখন পর্যন্ত ১৮ হাজার ২১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ভাইরাসটিতে মারা গেছেন ৪৬৪ জন। রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ হাজার ৬০৭ জন। বিভাগটিতে মারা গেছেন ৬৯ জন। রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৯৮ জন। এ বিভাগে মারা গেছেন ৪৭ জন। খুলনা বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮০ জন। এ বিভাগে মারা গেছেন ৫৪ জন। বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা মোট ২ হাজার ৩৮৩ জন। এ বিভাগে মারা গেছেন ৫৭ জন। সিলেট বিভাগে ৩ হাজার ৬৩২ জন করোনা রোগী পাওয়া গেছে। এ বিভাগে মারা গেছেন ৬২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *