রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ধামলই গ্রামের কিনারাঘাট এলাকায় পা পিছলে শীতলক্ষ্যা নদীতে পড়ে কণিকা (১৬) নামের এক কিশোরী নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২৩ই জুন) সকাল সোয়া দশটার দিকে এঘটনা ঘটে। কণিকা ওই গ্রামের কামাল হোসেনের মেয়ে। সে ২০২০সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ধামলই উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য শফিক হায়দার জানান, বেলা সোয়া দশটার দিকে কণিকা বাড়ির পাশের খেতে শাক তুলতে যায়। শাক তোলার সময় তা পায়ে লাগা কাদা পরিষ্কার করার জন্য শীতলক্ষা নদীর পাড়ে গেলে সে পিছলে নদীতে পড়ে যায়। নদীর অপর পাশ থেকে স্থানীয়রা ঘটনাটি দেখে কণিকার স্বজনদের জানান। তাকে উদ্ধারে অপর পাশ থেকে লোকজন আসার আগেই সে পানিতে তলিয়ে যায়। এখনো পর্যন্ত সে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ভালুকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা আল মামুন জানান,ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌছিয়েছেন। উদ্ধার কাজ চলছে।