ভালুকায় এমপির মা-বোনসহ ৬ জনের করোনা শনাক্ত

Slider জাতীয় সারাদেশ


ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় স্থানীয় এমপি’র মা-বোনসহ নতুন করে ৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। উপজেলায় এ নিয়ে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৫।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনুর মা খাইরুন নেছা আফছার এবং ছোট বোন রহিমা আফরোজ শেফালী রয়েছেন। রহিমা আফরোজের স্বামী আবুল কালাম আজাদ ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান। এ ছাড়া ভালুকা পৌরসভার একজন এবং উপজেলায় শিল্পাঞ্চলখ্যাত হবিরবাড়ি ইউনিয়নের ৩ জন আছেন। তাদের মধ্যে ২ জন কারখানার শ্রমিক। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও মাসুদ কামাল বলেন, উপজেলায় মোট শনাক্ত হয়েছেন ১৭৫ জন।

এর মধ্যে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ চিকিৎসকসহ ১০ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ২ জনের। মোট আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শিল্পাঞ্চলখ্যাত হবিরবাড়ি ইউনিয়নে সবচেয়ে বেশী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *