বিশ্বে ২৪ ঘণ্টায় আবারও করোনার রেকর্ড সংক্রমণ

Slider জাতীয় টপ নিউজ সারাবিশ্ব


ডেস্ক: গত ২৪ ঘণ্টায় আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্ত পৌনে এক কোটির বেশি।

বৃহস্পতিবার আরও প্রায় পাঁচ হাজার প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন সোয়া ৪ লাখের কাছাকাছি।
এদিকে, ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রাণ গেছে সাড়ে ১২শ’র বেশি মানুষের; বিশ্বের তৃতীয় দেশ হিসেবে দেশটিতে মৃত্যু ছাড়িয়েছে ৪০ হাজার। আর ৯শ’ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে; মোট মৃত্যু ১ লাখ ১৬ হাজারের বেশি। আক্রান্ত প্রায় ২১ লাখ।

সাত শতাধিক মৃত্যুতে প্রাণহানি ১৫ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে। আক্রান্ত সোয়া লাখের বেশি। পেরু, রাশিয়া, চিলিতে ঊর্ধ্বমুখী হচ্ছে নতুন সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ; নিম্নমুখী হয়েছে যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশে। সারা বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ৩৮ লাখ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *