নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সংসদ ভবনের পূর্ব পাশে খেজুরবাগান রোডে যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় ইডেন কলেজের দুই ছাত্রী আগুনে দগ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরো এক শিক্ষার্থী।দগ্ধ ছাত্রীরা হলেন ইডেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাথী আক্তার (১৯) ও যূথি আক্তার (২০)। এ সময় বাস থেকে লাফ দিতে গিয়ে আহত হন একই কলেজের মায়মুনা আক্তার (২০) নামের আরেক শিক্ষার্থী।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজিমপুর থেকে ৩৬ নম্বর সেফটি পরিবহণের একটি বাস মিরপুর যাচ্ছিল। বাসটি মণিপুরিপাড়ার সামনে খেজুরবাগান সড়কে পৌঁছালে দুর্বৃত্তরা একটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে বাসে আগুন লেগে তারা দগ্ধ হন। দগ্ধ দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত ওই শিক্ষার্থীকেও ঢামেকে ভর্তি করা হয়েছে।শেরেবাংলা নগর থানার এসআই আতিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।