ভালোবাসা কি ? ——কোহিনূর আক্তার

Slider সাহিত্য ও সাংস্কৃতি

ভালোবাসা কি ?
——কোহিনূর আক্তার

ভালোবাসা হচ্ছে ভালোলাগা।
ভালোবাসা হচ্ছে যাকে দেখলে
মায়া লাগে । যার কথা সব সময় মনে পরে ।
ভালোবাসার মানুষটিকে ভালো রাখতে সব সময়
মনটা ব্যাকুল থাকে । তার কষ্ট নিজের বুকে বিন্দে ।
ভালোবাসা মানে ভালোবাসার মানুষটির সব কিছু
ভালো লাগে ।

ভালোবাসা হচ্ছে অন্যের মাঝে নিজেকে প্রয়োজনীয়
করে তোলা । ভালোবাসা হচ্ছে দু টাকার মায়া রে ।
ভালোবাসা হচ্ছে ত্যাগ। ভালোবাসা হচ্ছে কষ্ট ও শ্রেষ্ঠ সুখ । যে সুখের নেশায় মানুষ সব ত্যাগ করে অবলীলায় তাকে ভালোবাসা বলে ।
ভালোবাসা মানে বিয়ে নয় ।
ভালোবাসা মানে বড় কিংবা ছোট নয় ।
ভালোবাসা মানে দুজন দুজনকে গভীর ভাবে বোঝা ।
ভালোবাসা মানে আত্মার প্রশান্তি।
ভালোবাসা মানে আস্থা, বিশ্বাস, ও অপেক্ষায়।
ভালোবাসা মানে দীর্ঘ সাধনায় আত্মায় আত্মায় অমরত্ব
অজন করা । ভালোবাসা মানে এক জীবন ঝড়ের মধ্যে ও শক্ত করে একে অপরকে জড়িয়ে থাকা ।

১৮ /৫/২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *