গাজীপুরে জেলা ছাত্রলীগ সম্পাদকের মামলায় শ্রীপুর পৌর মেয়রের ভাই কারগারে

Slider জাতীয় তথ্যপ্রযুক্তি

গাজীপুর: সামাজিক যোগাযাগ মাধ্যমে কুৎসা রটনার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে গিয়েছেন শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান আনিছের ছোট ভাই হাফিজুর রহমান। মামলার বাদী গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন।

প্রশাসনের একটি সূত্র জানিয়েছেন, আজ সোমবার শ্রীপুর থানার ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২) ধারায় মামলা নম্বর ৩৮ দায়ের করে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার এসআই আলাউদ্দিন জানিয়েছেন, তাকে সোমবার সকালে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন গণমাধ্যমকে জানিয়েছেন, তার ব্যক্তিগত বিষয় নিয়ে বিভিন্ন সময়ে ফেসবুকে অপপ্রচার চালিয়ে আসছেন শ্রীপুর পৌর মেয়রের ছোট ভাই হাফিজুর রহমান। ওইসব অপপ্রচারকে কেন্দ্র করে আমি শ্রীপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করি। পরে ডিবি ও শ্রীপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী তার শাস্তি দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *