রাস্তায় থাকা পাগলী মা হয়েছে, বাবা হতে আসেনি কেউই

Slider জাতীয় টপ নিউজ


ঢাকা: গত ১৬ ই মে শরিয়তপুর জেলার ভোজেশ্বর ইউনিয়নের ভোজেশ্বর বাজারে দীর্ঘদিন রাস্তার পাশে বসবাস করা একজন মহিলা (মস্তিষ্ক বিকৃত) হঠাৎ প্রসব বেদনায় কাতর হয়ে বাজারে পড়ে আছেন। খবর পেয়ে নড়িয়া থানার এসআই আবুল কালাম আজাদ ও অন্যান্য পুলিশ মিলে
মহিলাকে দ্রুত ভোজেশ্বর রেড ক্রিসেন্ট মাতৃসদনে নিয়ে যায়। সেখানে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা মহিলাকে নরমাল ডেলিভারি করানোর চেষ্টা করতে থাকেন। যেহেতু সে মস্তিস্ক বিকৃত মহিলা সেহেতু তার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে তাকে অ্যাম্বুলেন্সে করে তাৎক্ষণিক শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। শরীয়তপুর সদর হসপাতালে সেই মহিলা একজন সুস্থ-সবল ফুটফুটে কন্যাসন্তান জন্ম দেয়। মা ও নবজাতক শিশু সুস্থ আছে।

এই মুহুর্তে যারা এই মানবিক দায়িত্ব পালন করেছেন বিশেষ করে নড়িয়া থানা পুলিশ, শরিয়তপুরের স্বাস্থ্য কর্মী সকল কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অনেকেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *