মন বালকের কাছে খোলা চিঠি

Slider জাতীয় সাহিত্য ও সাংস্কৃতি


প্রিয় মন বালক,
আজ কদিন থেকেই মনটা বড্ড অস্থির হয়ে আছে।তোমার কোনো খবর পাচ্ছি না।তুমি কেমন আছো?তাও জানি না।
বুকের ভেতর কেমন যেন চিনচিনে একটা ব্যথা অনুভব করছি।রাতের পর রাত নির্ঘুম কাটাচ্ছি।
তোমার মুখটা লেগে আছে চোখের মাঝে।
শত চেষ্টাতেও তা সরাতে পারি না।
তোমার সাথে বসে চা খাওয়া,তোমার খুনসুটি কিছুই আমি ভুলতে পারিনি।
ভুলতে চাইও না কোনোদিন।
কিছু ভালোলাগা কখনই
প্রেম হয় না।তবুও সেই ভালোলাগায় কখনও এতটুকুও ফাটল ধরে না।
এই যে তুমিহীনতায় পাথর সময় কাটাচ্ছি, তাতেও কি আমি তোমায় ভুলতে পেরেছি?
পেরেছি কি তোমার স্মৃতি মন থেকে মুছে ফেলতে?পারিনি।আরও বেশি করে মন কামড়ে পড়ে আছো তুমি।
সব ভালোলাগাই প্রেম নয়।
প্রেমই হতে হবে কেন?
মানবজীবনে প্রেমই কি সব কিছু?
আর যদিওবা প্রেম হলোই,
সব প্রেমই কি পূর্ণতা পেতে হবে?পূর্ণতাহীন প্রেম আমার কাছে জিয়ানো মাছের মতো।
যতদিন একে বাঁচিয়ে রেখে আমৃত্যু ভালোবাসা যায়।রেঁধে খেয়ে ফেললেতো সবই শেষ হয়ে যায়।ভালোবাসার পূর্ণতা আমার কাছে অনেকটা তেমনই।
আমি কত বার তোমায় বলেছি,
মনবালক, আমি তোমায় পেতে চাই না,
চাই শুধু দূূর থেকে ভালোবাসতে।
সেটাও কখনও কখনও তোমার মনে আতঙ্ক সৃষ্টি করে।তাই ভয়ে পালিয়ে বেড়াও।
কেউ বুঝি জেনে গেল,কেউ বুঝি বুঝে গেলো।
তুমি বড্ড বোকা আর অপরিণত।
অথচ এই প্রেমবিদ্যায় তুমি নাকি পি এই চ ডি করেছো।এটা ভেবেই আমি হেসে গড়াগড়ি খাই।
তোমার একটা খবর জানার জন্য তোমার —
মন বাগানে উবু হয়ে পড়ে থাকি দিনরাত।
তবুও পাই না তোমার টিকিটিরও সন্ধান।
ইচ্ছে করেই কি তুমি আমায় এড়িয়ে যাচ্ছো?নাকি ব্যস্ততায় ভুলে গেছো আমার অস্তিত্ব?
তোমার থাকার ঘরটা অন্ধকার হয়ে পড়ে আছে
প্রায় মাস খানেক।
সেকেন্ডে সেকেন্ডে উঁকি দিয়ে দেখি তোমার ঘরে বাতি জ্বললো কিনা।
আমিতো তোমার আলোয়
নিজেকে আলেকিত করতে চাই না।
আমি শুধু দূর থেকে দেখতে চাই–
তোমার ঘরে আলো জ্বলে আছে।
কেউ একজন হাঁটছে।
ফুল ভলিয়মে তপনের কোন প্রিয় গান বাজিয়ে কেউ একজন আমার হৃদয় ছোঁয়ার চেষ্টা করছে।
নতুবা কেউ একজন দূর হতে
হাতছানি দিয়ে আমায় ডাকছে।
দূর থেকে চোখ চাওয়াচাওয়ি, তোমার মুচকি হাসি।ব্যাস এটুকুই তো চাওয়ার ছিল আমার।
আমি তোমার শরীর চাইনি, চেয়েছি তোমার
মনকে স্পর্শ করতে।
তুমি বড্ড বোকা, তাই হয়তো পালিয়ে
বেড়াচ্ছে যত্রতত্র।
মনবালক,
প্লিজ তোমার বাতিটা একটু জ্বালাও,
আমার ভীষণ দম বন্ধ লাগছে।
তোমার বাতি আমার অক্সিজেন।
অক্সিজেনহীনতায় মরে গেলে
এই মৃত্যুর দায়ভার কি তুমি নেবে না?
তুমিও কি ভালো থাকতে পারবে আমাকে ছাড়া?
আজ অনেক দিন তোমার কোনো
খোঁজ জানি না।
মন বালক
তুমি ভালো আছো তো?

ইতি তোমার মন বালিকা।
১২-০৫-২০
বিকাল-৪ টা ৩৫ মিনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *